যে জয় লাভ করে তাকেই নিয়ে সবাই বিজয় উল্লাস করে।
★A@A★
৫ ফেব্রুয়ারি ২০২৫।
This is Khirul Basar Milon. I have already completed my curriculum activists from Dhaka College under National University in Sociology (Honours & Masters). Now I am involved in lots of social work. I can't say no when someone wants any help from me. I love to work on all digital platforms which is helped me to come to the common people. Travel is one of my best interests through I should like to explore the world. I believe in Almighty Allah and I also think simple is smart. Thank you❤️
যে জয় লাভ করে তাকেই নিয়ে সবাই বিজয় উল্লাস করে।
★A@A★
৫ ফেব্রুয়ারি ২০২৫।
প্রতিটি মানুষের উচিৎ ভালোবাসা টিকিয়ে রাখা তাই একে ওপারের প্রতি বিশ্বাস ও সততা থাকা জুরুরি।
বিশ্বের কাছে বাংলাদেশকে সাম্প্রদায়িক হিসেবে তুলে ধরার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা। এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের কর্মীদের সতর্ক করে বলেছেন, জয়ের ব্যাপারে অতি-আত্মবিশ্বাসী হলে, জনবিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে। তিন মাসে কোন সরকারকে মূল্যায়ন সম্ভব নয় জানিয়ে তারেক রহমান বলেন, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে, সব কাজই প্রশ্নবিদ্ধ হবে।
সত্যি অসাধারণ বলেছেন মি: তারেক রহমান।
আমি গর্ব করি যে আমি একজন মুসলিম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনিই সব জানেন, সব কিছুর মালিক এটা আমি মনে প্রানে বিশ্বাস করি ও মানি।
আল্লাহ তুমি আমাদের কে ক্ষমা করো ও তোমার একজন প্রিয় বান্দা হিসেবে কবুল করো। আমিন।
রাজনীতি একটি বহুমুখী শব্দ। এটি আপোষের ও অহিংস রাজনৈতিক সমাধান প্রসঙ্গে ইতিবাচক অর্থে,[৩] অথবা সরকার বিষয়ক বিজ্ঞান বা কলা হিসেবে বিশদভাবে ব্যবহৃত হতে পারে, কিন্তু পাশাপাশি এটি প্রায়শই একটি নেতিবাচক অর্থও বহন করে।[৪] উদাহরণস্বরুপ, উচ্ছেদবাদী উইনডেল ফিলিপস ঘোষণা দেন "আমরা রাজনৈতিক চাল চালি না, দাসপ্রথার বিরোধিতা নিয়ে হাসি তামাশা করা আমাদের স্বভাবে নেই।"[৫] রাজনীতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, এবং বিভিন্ন পরিসরে মৌলিকভাবে এবিষয় নিয়ে দৃষ্টিভঙ্গির ভিন্নতা রয়েছে, যেমন এটি কীভাবে ব্যবহার করা উচিত, বিস্তৃতভাবে নাকি সীমিতভাবে, রাজকীয়ভাবে নাকি সাধারণভাবে, এবং কোনটি এক্ষেত্রে অবশ্যম্ভাবীঃ সংঘাত নাকি সমবায়।
রাজনীতিতে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করা হয়, যার মধ্যে আছে কারও নিজস্ব রাজনৈতিক অভিমত মানুষের মাঝে প্রচার করা, অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়, আইন প্রনয়ন, এবং বলপ্রয়োগের চর্চা করা, যার মধ্যে আছে প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ বা লড়াই।[৬][৭][৮][৯][১০] সামাজিক বিভিন্ন স্তরে বিস্তৃত পরিসরে রাজনীতির চর্চা করা হয়, ঐতিহ্যবাহী সমাজব্যবস্থাসমূহের গোত্র ও গোষ্ঠী থেকে শুরু করে আধুনিক স্থানীয় সরকার, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্বভৌম রাষ্ট্র, এবং আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত। আধুনিক জাতি রাষ্ট্রগুলোতে, মানুষ প্রায়ই নিজস্ব মতবাদ তুলে ধরতে রাজনৈতিক দল গঠন করে। কোন দলের সদস্যগণ প্রায়শই বিভিন্ন বিষয়ে সহাবস্থানের ব্যাপারে ঐক্যমত্য পোষণ করে এবং আইনের একই পরিবর্তন ও একই নেতার প্রতি সমর্থনে সহমত হয়। এক্ষেত্রে নির্বাচন হল সাধারণত বিভিন্ন দলের মধ্যে একটি প্রতিযোগিতা
যে জয় লাভ করে তাকেই নিয়ে সবাই বিজয় উল্লাস করে। ★A@A★ ৫ ফেব্রুয়ারি ২০২৫।
Welcome